Page

My Blog List

Saturday, September 7, 2013

banglalink free internet যেকোনো মোবাইল ও কম্পিউটারে

আসসালামুয়ালাইকুম। আজ হাজির হলাম বাংলালিংক সিম দিয়ে ফ্রী নেট চালানোর সিস্টেম নিয়ে । বক বক বাদ দিয়ে কাজের কথাই আসি ।সিন্দুক থেকে একটা বাংলালিংক সিম খুজে বের করুন যেটাতে আল্লাহ্‌র অশেষ রহমতে ১ পয়সাও নাই । এবার P1 লিখে একটা এস এম এস পাঠাই দিন 3343 নাম্বারে । ব্যাস হয়ে গেলো নেট চালু ।
এবার আপনার ফোনে নিচের মত ম্যানুয়াল কনফিগারেশন করে নিন ।
Name = TipsTune.com
Apn= internet
Proxy= 080.239.242.241
Port= 80

নিচের স্ক্রিনশট দেখুন = = >

আর কোন কিছু লিখবেন না । এটাকে ডিফল্ট কনফিগারেশন হিসেবে সিলেক্ট করুন ।
এবার ঘ্যাচাং করে নিচের লিঙ্ক থেকে ওপেরা মিনি লেটেস্ট ভার্শনের Handler টা ডাউনলোড করে নিন । তবে যে কোন ওপেরা Handler এ কাজ হবে ।
http://f14.wapkafiles.com/download/7/2/4/2005001_724c3544fcbfe4175ea7d649.apk/f220163092a161e39f1d/Opera.Mini.753.hui.Anik%28TipsTune.com%29.apk
ডাউনলোড শেষ হলে আগের কোন ওপেরা মিনি থাকলে সেটা রিমুভ করে এটা সেটআপ দিয়ে ফেলুন । এটা ওপেন করলে Child Lock নামের একটা কোড চাইবে । ওখানে দিন -
www. nextwap. net
[মাঝে কিন্তু স্পেস দেবেন না]

নিচের স্ক্রিন শট দেখুন =

এরপর ওকে প্রেস করলে একটা Handler মেনু ওপেন হবে । নিচের দিকে Remove Port এ টিক মেরে দিন । Proxy Type সিলেক্ট করুন HTTP
নিচে Proxy Server এ লিখুন –
0.facebook.com:80
বুঝতে না পারলে নিচের স্ক্রিন শট দেখুন == >

কাজ শেষ । Save এ ক্লিক করুন । বারবার Handler মেনু দেখতে না চাইলে Show On Start এর টিক টা তুলে দিন ।
এবার ওপেরা মিনি সেট আপ নেবে । সেট আপ শেষ হলে ব্রাউজার রেডি । এবার এখানে যান =
Settings == Advanced == Protocol == HTTP করে দিন ।
আপনি সরাসরি কোন সাইট ভিজিট করতে পারবেন না কিন্তু । ওপেরার অ্যাড্রেস বারে নিচের কোডটি লিখুন =
0.facebook.com/l.php?u= কাঙ্খিত address [ অবশ্যই http:// - এটা সহ ]
উদাহরণঃ টেক টিউন্স ভিজিট করতে লিখুন –
0.facebook.com/l.php?u=http://techtunes.com
এবার নিচের দিকে Confirm তে ক্লিক করুন । তাইলেই আপনি কাঙ্খিত লিঙ্কে ঢুকতে পারবেন । হয়ে গেলো কাজ । নিচের স্ক্রিন শট দেখুন == >

এই পদ্ধতি ১০০% কাজ করছে । ট্রাই করে দেখুন । ব্যালেন্সে কিন্তু ভুলেও টাকা রাখবেন না । ঘ্যাচাং করে কেটে নেবে । আশা করি সবাই সফলভাবে কাজগুলো শেষ করতে পারবেন । তারপরও কোনো ভুল হয়ে থাকলে ক্ষমা করবেন । ভাল লাগলে অবশ্যই কমেন্ট করবেন , প্রবলেম হলেও জানাবেন । ভবিষ্যতে আরো ভালো কিছু নিয়ে আপনাদের সামনে আসার চেস্টা করবো । আর এই ফ্রী নেটটা যে কোন মুহূর্তে বন্ধ হতে পারে , তার জন্য আমি দায়ি না ।

কিভাবে কম্পিউটারে ও অন্যান্য মোবাইলে বাংলালিঙ্ক সিম দিয়ে ফ্রীইন্টারনেট চালাবেন, বিস্তারিত জান্তে এখানে ক্লিক করুন

আরা একটি নতুন ও সহজ পদ্ধতি আছে এখানে ক্লিক করে দেখে নিতে পারেন।

কষ্ট করে পোস্টটা পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ।


পূর্বে প্রকাশিত tips tunse এ।

No comments :

Post a Comment

এই ব্লগটি আরো উন্নত করার জন্য ডিজাইন এর কাজ চলছে। সাময়িক সমস্যার জন্য আমরা দুঃখিত। -Technical Message টিম